স্বাধীনতা যদি হয়
মুক্তিযোদ্ধার চোখের জল
তবে আমি স্বাধীন।


স্বাধীনতা যদি হয়
বিড়ঙ্গনার অপমান
তবে আমি স্বাধীন।


স্বাধীনতা যদি হয়
নারীর বস্ত্র হরন কিংবা অশ্রদ্ধা
তবে আমি স্বাধীন।


স্বাধীনতা যদি হয়
পুরুষের ঘাম আর চোখের জলের সমসত্ত মিশ্রণ
তবে আমি স্বাধীন।


স্বাধীনতা যদি হয়
নারী পুরুষের অলিখিত বৈষম্য
তবে আমি স্বাধীন।


স্বাধীনতা যদি হয়
পথের শিশুর ক্রন্দন
তবে আমি স্বাধীন।


স্বাধীনতা যদি হয়
লক্ষ মানুষের সকাল সন্ধ্যা আর্তনাদ
তবে আমি স্বাধীন।


স্বাধীনতা যদি হয়
মুখের ভেতরে এক গুচ্ছ কাপড় চাপা
তবে আমি স্বাধীন।


স্বাধীনতা যদি হয়
পদে পদে লাঞ্ছনা আর অপমান
তবে আমি স্বাধীন।


স্বাধীনতা যদি হয়
পরনির্ভরতা পরশ্রীকাতরতা তেলে মাথায় তেল ঢালা
তবে আমি স্বাধীন।


স্বাধীনতা যদি হয়
ধর্মে ধর্মে যুদ্ধ
তবে আমি স্বাধীন।


স্বাধীনতা যদি হয়
বেকারত্বের সাথে রসিকতা
তবে আমি স্বাধীন।


স্বাধীনতা যদি হয়
কাজের বিনিময়ে ঘুষের মন্ত্র
তবে আমি স্বাধীন।


স্বাধীনতা যদি হয়
দু হাত দু পা থেকেও আরও হাত পা খোজা
তবে আমি স্বাধীন।


স্বাধীনতা যদি হয়
গায়ের ছেলে বা মেয়েটির স্বাভাব ত্যাগে শহুরে আচরণ
তবে আমি স্বাধীন।


স্বাধীনতা যদি হয়
রাত দুপুর পথে ঘাটে ছেলে মেয়ের অবাধ বিচরণ
তবে আমি স্বাধীন।


স্বাধীনতা যদি হয়
প্রেমিক প্রেমিকার প্রতিশ্রুতি ভাঙার গল্প
তবে আমি স্বাধীন।


স্বাধীনতা যদি হয়
ভাইয়েভাইয়ে যুদ্ধ বিগ্রহ
তবে আমি স্বাধীন।


স্বাধীনতা যদি হয়
দেশ ও জাতীর অবমাননা
তবে আমি স্বাধীন।


স্বাধীনতা যদি হয়
শুধুই কল্পনা
তবে আমি স্বাধীন।


স্বাধীনতা যদি হয়
শুধুই গ্রন্থের গল্প কবিতা আর চিত্র
তবে আমি স্বাধীন।


এই আমার স্বাধীনতা
চোখের জলে গাথা
শুধুই ছবি আকা।