এসেছি হে ফিরে শত শত দিন ঘুরে
তোমাদের ভিড়ে
আবার যাত্রা হবে শুরু
রবি-নজরুল কবি গুরু।
লও লও আমারে টেনে
তোমাদের এই ছন্দের ভুবনে
আমি আজ ক্লান্ত-পথ্ভ্রান্ত
ছন্নছাড়া-দিশেহারা
নিভে গেছে আমার আকাশের তাঁরা।
জ্বালবো আগুন আনিব ঝড়
ভাঙিব অত্যাচারির স্বর
মর মর করে মরুর বুকে বাজবে নতুন সুর।
কাঁপা কাঁপা কলম হাতে
লিখব সকাল সন্ধ্যা রাত দুপুর;
হে কবি বন্ধু সকল
এসেছি হে ফিরে
লও লও আমায় তুলে ভালবাসার নীড়ে।
আসছে নতুন প্রভাত
নতুন দিন
সুখে-দুঃখে আমরা সবাই
বন্ধু চিরদিন
আমি চির ঋণ
এতদিন থাকতে না পারায়
দয়াকরে ক্ষমার সাথে নিন।