হে নারী!!!
তুমি কখনো বালিকা, কখনো মেয়ে, কখনো কুমারী, কখনো মা, কখনো মহিলা আবার কখনো বৃদ্ধা!!!!
প্রয়োজনের ভীরে খেলা কর নানা ভূমিকায়।।।


যখন তুমি বালিকা, তোমার কত না সুবিধা। সবার আদর স্নেহ ভালোবাসায় শুধু তুমি আর তোমার ভূমিকা।


যখন তুমি মেয়ে, বাস্তবতা আসে তোমার দিকে ধেয়ে!! আজ যে তুমি মেয়ে!! তোমার কত যে ভূমিকা মানতে হয় দুই নয়নে!!


যখন তুমি কুমারী, শুরু হয় আদমশুমারি।।। দেশের একজন রেজিস্টার্ড নাগরিক।।। তবুও জোটে না নাগরিক সাধনা বা স্বাধীনতা!!!


যখন তুমি মা, সইতে হয় হাজারো ঘা!!! কারণ তুমি আদর্শ মা।। হয়না তোমার তুলনা!!!


যখন তুমি মহিলা, শুরু হয় যত অবহেলা।।। ছেলে-মেয়ে, স্বামী-সংসার, ভাত দিবে কি দুবেলা??? নয়তো কথা শোনাবে এবেলা ওবেলা!!!


যখন তুমি বৃদ্ধা, পায় না তোমার নিদ্রা।। বেড়েই চলে তোমার মনেত জীদটা!!!


হে নারী!!!
তোমায় নাহি জানি
তবুও সম্মান টুকু ঋণী!!
জনম জনম প্রতিদিনই
তোমার সম্মান সাধি
এ মন প্রাণে।।।