কত রক্তের বিনিময়ে পেলাম এ বাংলাদেশ
বীর শহীদদের সালাম আমার স্বদেশ ।
পাক বাহিনীর একাত্তরের তান্ডব লীলা,
সংগ্রামী মুক্তিযুদ্ধ হয়নি ঢিলা ।


অগ্নিশিখা চোখে অস্ত্রশস্ত্র হাতে
পাক বাহিনী প্রবেশ করে বাংলার মাটিতে ।
মৃত্যুর পরোয়ানা নাই যে বাঙালির মনে
তুমুল যুদ্ধ চলে পাক বাহিনীর সাথে ।


রক্তে লাল হলো বাংলার মাটি
তবুও পিছু পা হয়নি বাঙালি ।
কতই,না বীর শহীদ হলো
পাক হানাদার বাহিনীর হাতে
আরো লিখা আছে বীভৎস কাহিনী
নারীর ইজ্জত লুঠ ও করেছে পাক বাহিনী ।


বাঙ্গালী মৃত্যুর মালা গলায় পড়ে সেদিন,
পাক বাহিনীর পরাজয়ে দেশ স্বাধীন ।
মুক্তির বিজয় নিশান বাংলার আকাশে তুলে
বাঙালির বিজয় উল্লাস ১৬ই ডিসেম্বরে ।