বাকশূণ্য, অক্লান্ত নয়নে আমি
অফুরন্ত তৃষ্ণা মেটাতে ব্যস্ত
তোমার নিস্তব্ধতার শহরে |
সত্যি ভালোবাসিনি, সুধা নিয়েছি |


তৃষ্ণার্ত পথিক হয়ে মুখটি লুকিয়ে
নদীর তীরে বালুর নিরালা নীড়ে,
মৃদু বায়ুর আলতো পরশে
তোমার নিস্তব্ধতার শহরে
সত্যি ভালোবাসিনি, সুধা নিয়েছি |


সুদূর অতীত গ্রাস করতে,
তোমার রূপালী সৌন্দর্যের নীরবে-নিভৃতে
আমৃত্যু বহমান এ প্রেম সুধা |
একাকী সঙ্গোপনে শান্তিতে
সত্যি ভালোবাসিনি, সুধা নিয়েছি |