সেদিনও শুভ্র শিশিরে ভিজবে
দুর্বার ডগা |
জেগে উঠবে প্রকৃতির উজ্জ্বলতা,
ভোরের সূর্য জমিনে মেতে উঠবে |
দখিনা মাতাল হাওয়ায়,
কৃষাণের গানের সুর উঠবে মেতে |


সেদিনও পথের পথচারী
রেল স্টেশনের কুলি, মজুর
সবাই ব্যস্ত সবার কর্মে |


হারিয়ে ফেলেছি সুন্দর মুহূর্ত  
শরীরের সৌন্দর্য চলে গেছে
দু-চোখ যেন নিভু নিভু করে |


চির সবুজে ঘেরা গোধূলির গগনে
জীবনের সমস্ত দুঃখ, কষ্ট ও ব্যর্থতা
মুছে ফেলে, ঘুমিয়ে পড়বো
ঘনকালো উত্তপ্ত অন্ধকারে |