যখন আমি থাকবো না,
তোর চোখে ছবি আঁকবো না,
ইচ্ছে হলে ভাবিস আমায়;
যখন আমি তোকে ভাববো না।
তোর সাথেই হাঁটবো আমি,
হয়ে তোর মনের ছাঁয়া,
তোর হাত ধরে চলবো সাথে।
সাথে জড়িয়ে আর একটু মাঁয়া।
অবাক চোখে তাকিয়ে দেখি,
দাড়িয়ে থাকা নতুন তোকে।
আমার জায়গাটা হারিয়ে গেছে,
অন্য কারও অভিযোগে।
হঠাৎ পাওয়া খানিক সময়,
সুখটা কেবল হারিয়ে খুজি।
আমার মাঝে এই আমি কে?
তোর মাঝেই আমাকে বুঝি!
নিয়ম নীতির এই পৃথিবী,
সময় হলে হারায় সবই,
আপন মানুষ পর হয়ে যায়,
বাস্তবতার নীরবতায়।
তোর পথে আজও দাড়িয়ে থাকি,
তুই তো জানি ফিরবি না আর,
তবুও থাকি প্রতিক্ষণে,
খুজে বেড়িয়ে এই আঙিনায়।
বাকি জীবনের প্রতিটা বিকেল,
খুজবো তোকে গোধূলি শেষে।
এই জীবনের শেষ বিকেলটাও,
থাকবি তুই এই জীবনে মিশে।