আমি বেদনা ভালবাসি,
তাই তো সমুদ্র ভালো লাগে।
আমি উদাস হয়ে রই,
যখন নদীর কাছে আসি।
আমার অন্ধকারটাই আপন,
কান্না লুকাই সেথায়।
আমি হাঁটি একলা পথে,
যখন নিবিড় বিকেল বেলা।
আমার শিশির মাখা ঘাসে,
যখন পায়ের পাতা ভাসে।
আমার ব্যস্ততার মাঝে,
যখন বাতাস দোলায় হেসে।
আমি গোধুলীর ঐ রঙে,
রাঙাই নিজের মন।
আমার ইচ্ছে গুলোর মাঝে,
হয় নিপুণ আলাপন।
আমার উদাস উদাস ভাব,
লাগে দেখতে আমায় কবি।
আমি নই তো তেমন কেউ,
যেমন দেখায় প্রতিচ্ছবি।
আমার সাদা মাটা জীবন,
নেই তো রঙিন কোন রঙ।
আমার সরল মনের মাঝে,
নেই তো মুখোশ পরা ঢং।
আমার একলা একার জীবন,
চার দেয়ালের মাঝেই।
আমার নীল আকাশটা ভরা,
স্মৃতির অজস্র মেঘ।