কোন এক মিথ্যে অনুভূতির কাছে,
আজ আমি পরাজিত।
হেরে গেছি হারিয়ে সকল সুখ।
কষ্টগুলো শুধু শুধু বিষন্ন করে দেয়,
মনে করিয়ে দেয়,
হারানো কিছু স্মৃতি ঘেরা মুহূর্ত।
স্বপ্নীল পথ চলায় আজ
নিজেকে খুব ক্লান্ত মনে হয়।
গতিময় বিচরণ আজ অনেকটা,
একলা চলায়, পথ খুঁজে বেড়ায়।
আশাহীন কোন এক অজানা মায়া,
আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি।
কখনো ভাবতে পারি নি,
আশা হীন মানুষের,
কখনো আশা করতে নেই।
এতে কেবলই আশাগুলো,
প্রত্যাশায় রূপ নেয়।
অল্প অল্প পাওয়া কষ্টগুলো,
যখন বিরাট আকার ধারণ করে।
তখনই বয়ে চলে,
অশ্রু নামক এক মরা নদী।
যার শুধু ভাটি আছে,
জোয়ার হয়ে বইতে জানে না।
একাকীত্ব হয়তো মানুষকে
পৃথিবী থেকে আড়াল করে দেয়।
কিন্তুু শত চেষ্টা করেও স্মৃতি থেকে
পালিয়ে বেড়ানো যায় না।
তাই হয়তো এক জীবনের
কিছুটা আশাহীন প্রত্যাশাই,
কারও বেঁচে থাকার
একমাত্র অবলম্বন হয়ে যায়।