আমি আর লিখবো না কিছু কখনও,
লিখার ভাষাটা যে তোমার কাছে।
গভীর আদরে আর ডাকবো না তোমায়,
আমার ডাক যে শুনতে চাও না তুমি।
এখন আর তোমায় মনে করে মুচকি হাসতে পারি না,
কারন তোমার হাসিটা শুনি না বহুদিন।
কারও সাথে আর কিছুই ভাগ করে নিবো না,
হৃদয় টাই যে আলাদা হয়েছে এখন।
মনটা এখন হয়তো বড় হয়ে গেছে,
করে না শিশুর মতো আচরণ।
বিষন্নতাই আপন সঙ্গী হয়েছে আমার,
তুমি যে পাশে থাকবে না তাই।
ভালবাসা এখন অপ্রয়োজনীয় আবেগ,
ভালবাসা সে যে পাই নি তাই।
তোমার জন্য সব বদলে দিব,
কারন তুমি বদলে দিয়েছ আমায়।
ভাববো শুধুই তোমার কথা,
কারন তুমি যে আমায় নিয়ে করো বেখেয়ালীপনা।
সব ছেড়ে যে হারিয়ে যাবো,
কারন হেরে গিয়েছি তোমার কাছে।
ভাল থাকবো না জানি,
কারন তুমি আমায় ছেড়ে ভাল থাকতে চাও।