আমরা কত ভাল আছি,
তোদের মধ্যে হতে।
তোরা সে যে পড়ে থাকিস,
ধুলি মাখা পথে।


আমরা তো থাকি এখন,
দামি দামি বাসায়।
তোরা তো পড়ে থাকিস,
শুধু বাঁচার আশায়।


কত খাবার ফেলে দিয়ে,
করি কত বড়াই।
তোদের ঘরে আজও কোন,
জ্বলে নি চুলো - কড়াই।


হাজার টাকার পোশাক পরি,
আছে দামি জুতো।
তোরা থাকিস খালি গাঁয়ে,
মেলে না ময়লা সুঁতো।


আমার ঘরে কত যে সুখ,
কত রঙিন জিনিস।
তোরা কি করবি বড়াই,
কখনো কি কিছু কিনিস।


রাজার মতো জীবন আমার,
আমি রাজ্যের মালিক।
তোরা তো প্রজাও নস,
কি নিয়ে কথা বলিস।


আমি আছি মহা সুখে,
কতই আমার সম্মান।
তোদের বাঁচা মরা সমান,
কে বা জানে তোদের নাম।