দেশ যায় যাক রসাতলে,
আমার তাতে কি।
আমি আছি মহাসুখে,
আমিই যে দেশনেত্রী।
আমার কথায় উঠে বসে,
পুলিশ প্রশাসন।
দেশটা তো আমার বাবার,
আমিই করবো শাসন।
মুক্তিযুদ্ধের চেতনার কথা,
আজকে নেতাদের বুলি।
গনতন্ত্র চাইতে গেলেই,
চলছে বুকে গুলি।
প্রতিবাদটা করতে গেলেই,
হাতুড়ি পেটা হয়।
তারাই আবার মামলা দিবে,
দেখাবে গুমের ভয়।
হাজার হাজার কোটি তাদের,
সামান্য মনে হয়।
যে যা পারছে যাচ্ছে লুটে,
দেখার বিষয় নয়।
সুখ, শান্তি আর নিরাপত্তা,
চাওয়ার উপায় নাই।
গুম, খুন আর শোসন হতে,
আজকে মুক্তি  চাই।
মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে,
চাইছে তারা ভোট।
বাকি দেশটুকু নিজের মনে,
করতে চাইছে লুট।
ভোট হতে শুরু ব্যাংক গুলো সব,
খাবে এক এক পেট ভরে।
দেশটা যে তার বাবার একার,
সেটাই মনে করে।
অনেক দিন তো হলো এবার,
চোখটা মেলে ধরি।
গনতন্ত্র শুধু  দলিলে নয়,
বুকেতে ধারণ করি।