আমি তোমার দিগন্তে হাত রেখে,
ঐ মেঘটাকে ছুঁতে চাই।
তুমি কি আমার ঐ নীল রঙা আকাশটা হবে?
তুমি কি আমার শীতের চাদরে মোড়ানো,
পায়ে পা জড়ানো ঘুম হবে?
তোমাকে নিয়ে কুয়াশা ঘেরা সকালে,
শিশিরের জলে ভেজা ঘাসে,
খালি পায়ে হেঁটে বেড়াতে চাই।
থাকবে কি সেদিন আমার পাশে?
নবান্নের নতুন ধানের ঘ্রাণ নিতে যাবো যেদিন,
তোমাকেও সঙ্গে করে নিয়ে যেতে চাই সেদিন।
দেখবে সত্যিকারের গ্রামের গন্ধ,
মিশে আছে প্রতিটা নিঃশ্বাসে।
সেদিন কি যাবে আমার সাথে?
আমার অচেনা গ্রাম ঘুরতে ভাল লাগে,
সেটা তো তোমার জানা,
হারাবে কি একদিন আমার সাথে,
দূর দিগন্ত মিশে আছে যেখানে?
আমার প্রশ্নের উত্তর গুলো আজও জানা হয়নি।
রয়ে গেছি যেভাবে রেখে গিয়েছিলে,
সাথে রয়ে গেছে আমার না পাওয়া,
তোমাকে করা উত্তর বিহীন জিঙ্গাসা!
যা আজ নিছক প্রশ্ন হয়ে পরে আছে স্মৃতির ধুলোর ভাঁজে।