চারিদিকে কোলাহল, লোকে লোকারণ্য
তার মাঝেই আমার হারায় একাকীত্ব।
সহসা আসিয়া ভীড়, করে যায় পথ অমিল
বুঝি না কি কারণে হায়, পথ বেঁকে যায়।
ছুটছে সাদা বক, মেঘেরও গায়
অচেনা মায়ার টানে, মায়াবনে হারায়।
অদ্ভুত অপেক্ষা, নিশিজাগা ভোর
জ্যোৎস্না ডুবে যায়, জানায়ে আমন্ত্রণ।
ফুলগুলো শিশির গাঁয়ে, সতেজ অনুভব
হিমেল হাওয়ায় ভাসে, মাতাল সৌরভ।
গাঢ় নীল আকাশটা, লুকায় সাদা মেঘে
চুপিচাপি হাতছানি যায় দেখা দিয়ে।
গোধুলী সূর্যটা ছুটে সন্ধ্যা বেলা,
অকারণে ব্যস্ততা ছাঁয়ারও খেলা।
ঝোপঝাড়ে জোনাকিরা, উঁকি মেরে চায়
পথেরও দু'দ্বার ঘেঁষে, চাঁদের আলো মাখায়।
কতো ব্যথা বুকে নিয়ে, জেগে থাকে চাঁদ
নিজে জ্বলে আকাশকে দিয়ে যায় রাত।
অবেলা অগোচরে ঢেকে থাকে মেঘে,
আড়ালে লুকিয়ে কাঁদে, বৃষ্টি হয়ে ঝড়ে।
মায়ার টানে দিন আসে, রাত ফুরিয়ে যায়
কতো স্মৃতি মুছে গিয়ে, অতীত পানে হারায়।