আমি ভালবাসি বিষন্নতা,
ছাইচাপা বেদনা।
আমি ভালবাসি গভীর রাত,
ভীষণ অন্ধকার।
আমি ভালবাসি নীরবতা,
স্নিগ্ধ নদীর ঘ্রাণ।
আমি ভালবাসি একাকীত্ব,
শ্রাবণের বর্ষায় স্নান।
আমি ভালবাসি নোনাজল,
যা চোখ ছুঁয়ে যায়।
আমি ভালবাসি মেঘ,
যার ওপারের আকাশ নীল।
আমি ভালবাসি সবুজ ঘাস,
শিশির ফোঁটার জল।
আমি ভালবাসি রমণীর মাঁয়ায় ভরা,
চোখের গাঢ় কাজল।
আমি ভালবাসি গোধুলী বেলা,
সূর্য অস্ত যাওয়া।
আমি ভালবাসি শান্ত বিকেল,
শীতের মৃদু হাওয়া।
আমি ভালবাসি আমার জগত,
একলা একাই বসবাস।
আমি ভালবাসি বেদনা মাখা,
আমার জীবন নীল আকাশ।