স্মৃতির মায়াজালে বাঁধা পরেছি আমি,
পাই না খুজে পালাবার পথ।
আকাশের মতো সীমাহীন কষ্টগুলো,
আজ আঁকড়ে ধরেছে,
বিষন্ন এই অবাদ্ধ মনটাকে।
আজও পারি নি ভাঙ্গতে আমি,
ক্ষণিকের মায়াজাল।
স্পর্শ করা যায় না এখন,
মরীচিকায় ঘেরা সুখের পাঁজর।
হঠাৎ করে হারিয়ে ফেলা,  
বুকের সুখ খানি
আজ যেন ছুটে চলেছে,
আমার প্রতিকূলে।
আশার ভাষা জানা নেই আজ,
বলবো কি তোমায় পেলে?
সবটুকু উজার করে দিয়েছি,
যা ছিল আমার নিজস্ব আপন।
কেন তুমি আজ করেছ তৈরি দেয়াল?
মিছেমিছি ঐ মাঝে তোমার আমার।
জানো না কি?
চোখের স্রোতে এক নিমেষেই
ভাঙ্গতে পারে সবই।
তবুও কেন তোমার, এই অভিনয়।
মুখ ফুটে যদি বলতে আমায়,
দিতাম পাঁজর চিড়ে।
করতে হরণ মনটা তোমার,
পরে থাকতো নিথর, দেহখানি আমার।
সেটাই তো পারতাম আমি,
তোমার জন্যে।