আমি চন্দ্র নীলিমায় খুঁজে বেড়িয়েছি তোমায়,
খুঁজেছি চৈত্রের প্রখর দুপুরে।
আমি কুয়াশার চাদরে জড়িয়ে খুঁজেছি তোমায়,
খুঁজেছি শেষ বিকেলের আলোয়।
আমি ক্লান্তির মাঝে চেয়েছি খুঁজতে তোমায়,
খুঁজেছি হাসি মাখা স্নিগ্ধতায়।
আমি খুঁজেছি নোনা জলে ডুব দিয়ে সমুদ্রের তলদেশে,
খুঁজেছি প্রেয়সীর আদর ভরা চাহনিতে।
আমি তোমাকে নিজের করে খুঁজেছি বৃষ্টিতে,
খুঁজেছি মেঘের প্রতিটি ভাজে ভাজে।
আমি  শান্ত নদীর বয়ে চলায় খুঁজেছি তোমায়,
খুঁজেছি শিশির ভেজা ঘাসের ছোঁয়ায়।
আমি খুঁজেছি তোমায় নির্জন সবুজে সবুজে,
খুঁজেছি জলপ্রপাতের অধরে গহীনে।
আমি সন্ধ্যের নিরবতায় খুঁজেছি তোমায়,
খুঁজেছি তোমায় কবির কাব্যের খাতায়।
আমি খুঁজেছি তোমায় কত রাগ, অভিমানে,
খুঁজেছি তোমায় বৈশাখ কিংবা শ্রাবণে।
আমি খুঁজেছি তোমায় শিল্পীর রঙ মাখা তুলিতে,
খুঁজেছি তোমায় বলা গল্প বা গাওয়া গানে।
আমি আশাহীন পথের ধারে খুঁজেছি তোমায়,
খুঁজেছি তোমায় হৃদয়ের মুছে যাওয়া ঠিকানায়।