কোন নিদ্রাহীণ রাত্রিতে,
কোন ব্যস্তহীন দুপুরে,
যদি দাঁড়িয়ে থাকি তোমার অপেক্ষায়।
কোন এক বিকেল বেলার শেষে,
তোমার আঙিনা ঘেষে,
যদি হেঁটে যাই কিছুটা পথ তোমার পাশে।
কোন মন খারাপের দিনে,
বিষাদের সুর সাথে করে নিয়ে,
বসে থাকি কোন নির্জন নদীর পাড়ে।
কোন শ্রাবণের সন্ধ্যায়,
এক পশলা বৃষ্টি ভেজা গায়,
আমি দাঁড়িয়ে থাকতে চাই তোমার দৃষ্টি সীমানায়।
কোন নিয়নের আলোতে,
একটা অন্ধকার মাখা রাতে,
আমি পথহারা পথিক হবো অজানা গন্তব্যে।
কোন ইট কাঠের নগরিতে,
হারিয়ে যাওয়া কোন বসতিতে,
আমি খুঁজে যাবো তোমার আমার বাকিটা গল্প।
কোন নতুন দেখা ভোরে,
শিশিরের প্রতি ফোটা জলে,
তোমার মিশে থাকা অশ্রু টুকু কুড়িয়ে নিবো।
কোন তারা ভরা রাতে,
যদি থাকতে পারি তোমার সাথে,
জোছনা মিশিয়ে তোমায় জড়িয়ে নিবো।
কোন ভালবাসার দিনে,
আমার হৃদয়ে কান পেতে শুনে,
বুঝে নিও কতোটা ভালবাসি তোমায়।