শুণ্য দ্বীপের মাঝখানেতে
দাড়িয়ে একা আমি,
জলের ভিতর জলের চলন
ভেসে গিয়েছে সবই।
শুণ্যতা আজ ঘিরে রেখেছে
আমার গহীন মন,
বুকের মাঝে মেঘ জমেছে
বৃষ্টি অবান্তর।
পাথড় চূড়ার মত মনটা
ভাঙ্গলো ধীরে ধীরে,
জীবন নামের সুখ পাখিটা
হারিয়ে গেলো ভিড়ে।
কান্না সে তো বেজায় আপন
কষ্ট এলো ফিরে,
স্বপ্নগুলো ভাঙ্গবে বুঝি
দুঃখ নামক ঝড়ে।
চোখের জলে ভেসে গেল
ইচ্ছে নামের তরী,
তারই মাঝে হাসিগুলো
দিল সাগর পাড়ি।
বরফগলা জলের মতন
শীতল চারিদিক,
সবার মাঝেই বড় একা
পথহারা পথিক।