তোকে জড়িয়ে একটা বিকেল কাটাতে চাই,
শান্ত নদীর মতো আমার বুকে শান্ত হয়ে থাকবি।
গোধূলিটা তোকে নিয়ে শেষ অবদি দেখে উঠবো।
সূর্যটা যখন আস্তে আস্তে অস্ত যাবে,
তোর আঙুলের ফাঁকে ফাঁকে,
আমার অস্তিত্বটা অনুভব করাবো।
যখন মৃদু বাতাস তোর চুলগুলোকে,
বার বার অগোছালো  করে দিতে চাইবে।
তোর মাথাটা আমার কাঁধে রেখে,
নিজের হাতে তোর চুলগুলো গুছিয়ে দিব।
আর মনে মনে চাইবো, বাতাসটা যেন বার বার
তোর চুলগুলো এভাবেই এলোমেলো করে দেয়।
আর আমি গুছিয়ে দেয়ার অজুহাতে,
তোর মায়াবী মুখটাতে আলতো করে স্পর্শ করতে পারি।
শান্ত নদীর ছোট ছোট ঢেউ গুলো,
খালি পায়ে দু'জন মিলে পা মাড়াবো।
যখন ঢেউ গুলো পায়ে এসে লাগবে আর একটু শিহরন জাগবে,
আলতো করে তখন তোর হাতটা ধরে বলবো ভালবাসি।
তোর সাথে কাটানো আমার প্রতিটা গোধূলি,
আমার জীবনের প্রতিটা পরদে এক এক করে সাজিয়ে রাখবো।
গোধূলির ঐ লালচে আভায় তোর মুখটা দেখতে বড্ড মায়াবী লাগবে,
আমি অপলক তোর দিকে তাকিয়ে থাকবো,
আর ভাববো এভাবে চেয়ে থেকেই পুরোটা জীবন কাটিয়ে দেয়া যায়।
আমার জীবনের প্রতিটা গোধূলি তোকে নিয়ে দেখতে চাই,
জীবনের শেষ গোধুলিটা পর্যন্ত শুধু তোকেই চাই আমার পাশে।
আমার জীবনের এক অডুবন্ত গোধূলির সূর্য হয়ে।