কোন এক কুয়াশা ঘেরা ভোরে এসে,
আমার ঘুম ভাঙাবার কথা ছিলো তোমার।
কত বিনিদ্র রাত কাটিয়েছি তোমার জন্য,
ভেবেছি হবে দেখা বুঝি শেষ রাতে।
আধারের ঘনত্ব যতটা বেড়ে যেত ভাবতাম,
এই বুঝি তুমি এসে আমার হাতটা ছুঁয়ে দিবে।
চোখের জল গুলোও শুকিয়ে গেছে অনেক আগে,
তোমার অপেক্ষায় চেয়ে থাকতে থাকতে,
চোখ বেয়ে কতো অশ্রুই তো পরেছে একটু একটু করে।
প্রতিটা বিকেল যখন একা একা কাটাতে হতো,
বিষন্নতা ঘিরে ধরে থাকতো পুরোটা সময়।
কোন এক বিকেলে তোমাকে পাশে নিয়ে,
একটা সম্পূর্ণ গোধূলি দেখবো সেই ইচ্ছেটা তো খুব পুরোনো।
তোমার জন্য কতদিন হলো সূর্যাস্ত দেখা হয় না,
শুধু তুমি আসবে বলেও এখনো আসতে পারলে না।
তোমার সাথে আজ কথা হয় না সে কয়েক বছর হলো,
কিন্তু জানো, তুমি যেদিন বলে গিয়েছিলে তুমি আসবে সেদিন থেকে আজও তোমার পথ চেয়ে বসে আছি।
আচ্ছা বয়সটা তো কমছে না সময়টা হয়তো ফুরিয়ে আসছে,
তোমাকে দেখার আশা নিয়ে আরেকটি দিনের শুরু হলো।
মন বলছে তোমার দেখা হয়তো আজ পাবো।
দূরে আজ তোমার মতই কাকে যেন দেখতে পাচ্ছি।
তুমি কি সত্যিই, নাকি সবই আমার ভ্রম?
আচ্ছা তোমার মাথায় সিঁদুর কেন, কেন হাতে শাখা?
আমি ভুল দেখছি না তো!
তবে কি তুমি আজ হয়েছো অন্য কারও?
এই দিনের অপেক্ষায় কি আমি বসে ছিলাম তোমার জন্য?
সময়টা আজ দীর্ঘশ্বাস ফেলছে আমার বোকামি দেখে,
গোধুলিটা বড্ড লাল হয়েছে আজ যতটা রক্তক্ষরণ হচ্ছে পাঁজরের ভিতর।
আর উপহাস করে বলছে এই বিকেল,
সেই তো এলে তুমি।