ভালবাসি লিখতে কবিতা
গাইতে গলা ছেড়ে গান।
ভাল লাগে আঁকতে ছবি,
ক্যানভাসে ছড়িয়ে প্রাণ।
ভাল লাগে মুহুর্তগুলো
করতে ফ্রেমে বন্দি।
তাই তো রঙিন স্বপ্নের সাথে
করেছি আজব সন্ধি।
ভাল লাগে জ্যোৎস্না রাতে
হাটতে একা একা।
ভাল লাগে অন্ধকারে,
জোনাক পোকা দেখা।
ভাল লাগে বৃষ্টি সময়,
মুষলধারে ভিজতে।
ভাল লাগে সবার মাঝে,
প্রাণটা ভরে হাসতে।
ইচ্ছে করে এক ফাঁলি মেঘ,
হয়ে আকাশে ভাসি।
ভাল লাগে শিশুর মুখে,
প্রথম দেখা হাসি।
ভাল লাগে মধুর হয়ে,
কাটুক গোধুলি বেলা।
ভাল লাগে দেখতে আকাশ,
আর ভাবতে জীবন খেলা।