আমি কবি নই,
তাই লিখা হয়না কোন কবিতা।
আমি শিল্পী নই,
আঁকতে পারি না কোন ছবি।
হৃদয় নিংড়ানো অনুভূতি নেই আজ,
আমার এ পাজড় জুড়ে।
পারি না কখনও হারিয়ে যেতে,
শুভ্র মেঘের ভাজে।
কখনও পা মাড়ানো হয় না,
শিশির ভেজা নগ্ন ঘাসের হিমশীতল অনুভূতি।
স্বচ্ছ পানিতে হয়নি  কখনও,
আমার ছুটোছুটি।
ইচ্ছে হয় ঘুড়ির মতো,
উঁড়ি আকাশ জুড়ে।
পড়ন্ত বিকেল বেলা ক্ষণিকের আলোয়,
দেখতে পারি নিজের প্রতিচ্ছবি।
ইচ্ছের পাখিগুলো গোধুলীর সাথে সাথে,
ছুঁটে চলে আপন নীড়ে।
তবুও হয়না খুঁজে পাওয়া মাঁয়ার চাঁদর মুড়ি দেয়া,
আমার স্নিগ্ধ  বেলা।
ভাবায় আমার নিজের একান্ত কিছু,
ফেলে আসা সময়।
আজও লোনা পানিতে ভিজিয়ে রেখেছি,
আমার স্বপ্নে ঘেরা অবাধ প্রাচীর।
প্রকাণ্ড বৃক্ষের ন্যায় শিকর গজিয়েছে,
আমার পথ চলায়।
মাথা তুলে দাঁড়াতে আজও মনে পরে,
দুমরে যাওয়া ছোট্ট চারাটির কথা।
মেঘের জলে হারিয়ে যাওয়া আমার চোখের জল,
দৃষ্টি সে তো কান পেঁতে শোনে গুমরে কাঁদার শব্দ।
হয়তো একদিন বন্ধ হবে সব কোলাহল,
মুছে  যাবে বুকের মাঝে একটু একটু করে জমা স্মৃতির ভাঁজ।
খালি পরে রবে জীবন নামের এক অদ্ভুত পাতা,
যা পায়নি আজও পূর্ণতা।