নির্বিঘ্ন গতিময় পথচলা এখন আর অনুভব করি না,
ইচ্ছে নামক যে কিছু আছে তা আর ভাবার প্রয়োজন বোধ হয় না।
নদীর বয়ে চলা গতির মতোই, বদলে গেছে আমার জীবন।
কান্না, হাসি, ঘুম এখন সবই বেমানান।
শরৎ প্রভাত এখন আর দেখা হয় না,
নেই আগের মতো ডানপিটে ভাব।
এখন অনেকটা সূর্যের মতো,
সকালে উদয় তো সন্ধ্যে অস্ত যাই।
কখনও বা মেঘে ঢাকি আবার কখনও মেঘ কে ঢাকি।
বিস্তৃর্ন স্বপ্নগুলো এখন আর হাত বাড়িয়ে ডাকে না।
সময় নাকি মানুষকে বদলায়,
কথা টা আদৌ সত্যি কিনা আমার জানা নেই।
তবে মনে হয় মানুষই সময়কে বদলে দিচ্ছে একটু একটু করে।
নিবিড়তা কখনও উপহাস করে আমায় নিয়ে,
খুঁজে ফিরে আমার দুর্বলতা।
হয়তো মনের অজান্তেই মেনে নিয়েছি, আমার বদলানো এই জীবন।
বদলেছি আমি, বদলে গেছে আমার জীবন।
কিন্তু পিছনে তাকিয়ে দেখো,
আজও রয়ে গেছি পুরোনো সেই আমি,
আর পুরোনো আমার মন।