করা রোদেলা বিকেল বেলা
দেখেছিলাম তোমায়,
ঘামে ভেজা শরীরটা যেন
নিমিষে ঠান্ডা হয়ে গেল,
হয়তো তাই তোমায় ভালবাসি।
কখনও স্বপ্ন দেখিনি,
তুমিই শিখিয়েছো স্বপ্ন দেখা,
আজ স্বপ্ন দেখি তোমায় নিয়ে
তোমার মাঝেই আমার স্বপ্নগুলো,
হয়তো তাই, তোমায় ভালবাসি।
বিষন্নতার মাঝেই যেন
খুজে পেয়েছি তোমায়,
স্নিগ্ধ বাতাসের মতো
বিমোহিত করেছো আমার জীবন,
হয়তো তাই, তোমায় ভালবাসি।
নিজের বলতে কেউ ছিলোনা,
এখন জানি, এখন বুঝি
কোথাও  আমার অপেক্ষায়,
আজও বসে আছে একজন,
হয়তো তাই, তোমায় ভালবাসি।
নিরবে নিভিতে কাটতো আমার জীবন,
দেখিনি দুচোখ ভরে খোলা আকাশ,
জ্যোৎস্না রাতে দেখিয়েছো তুমি
রুপালী চাঁদের হাসি।
হয়তো তাই, তোমায় ভালবাসি।