উজ্জ্বল তারা হাসি কালো আকাশে,
মাঝে মাঝে সাদা তুলো মেঘ ভেসে আসে।
জয় জগন্নাথ আজ রথে চাপে—
তাকিয়ে আছে সে রূদ্র প্রতাপে!
আজ ঘুটঘুটে কালো অন্ধকার রাতে,
লক্ষ্মীপেঁচা হাঁটে তেপান্তরের মাঠে।
টলমল জল নদী কলকল,
কাকের বাঁসায় কোকিল চঞ্চল।
আজ রথযাত্রায় জগন্নাথ রথে,
করোনার জন্য মেলা হল না মাঠে।
তাই জগন্নাথ আজ রূদ্র প্রতাপ—
রক্তাক্ত চোখে দিচ্ছে অভিশাপ!
হে মানব তুই অভিশপ্ত,
তাই বিশ্বপৃথিবী আজ রোগাক্রান্ত!
বন্ধ হল সব পূজাপার্বন,
কলিযুগের শুরু হল এই কি পতন?
হে জগন্নাথ জগৎ রক্ষা করো—
ধ্বংশের হাত থেকে নব নব পথ গড়ো!
এ ক্ষুদ্র সবার পিছাবনী প্রার্থনা করে,
জগতের যত সুন্দর যাতে পিছিয়ে না পড়ে।
জগতে ভয়ঙ্কর করোনা থেকে মুক্তি দিও তুমি—
প্রার্থনা করি হে জগৎস্বামী জয় জগন্নাথ অন্তর্যামী!
                    =0=