আমি এক লংকাগাছ!
আমার ব্যথা বোঝেনা সমাজ!
আমায় মানুষ লাগিয়েছে;
মানুষের স্বার্থে,লংকা দিতে!
আমার তাতে দোষ কি আছে?
মাটিতে যখন লাগিয়েছিলে,
যেন কত আনন্দে!
এখন ঝাল লেগেছে,আমায় কেন দোষ দিলে?
মাত্রি কোলে দাঁড়িয়ে আছি;
দু হাত উঁচু গাছটি!
বাজার থেকে কিনে এনে,
দোষ চাপালে কেন শুনি?
তবুও আমি লংকাগাছ ঐ বটে!
লংকা দেই ঐ অনুষ্ঠানেই, তাই খারাপ রটে!
লোকের যাতে ঝাল লাগে;
খাবার বেশি খেতে না পারে!
আমি মালিকের কাছে ভালো হলাম বটে।
কিন্তু অতিথির কাছে গুজব রটে!
তবে আমার তাতে দোষ কি আছে?
তোমাদের স্বার্থে জন্মাতে!
গ্রীষ্মকালে গরম লাগে,
জন্ম আমার বাজে!
মানুষের স্বার্থে,লংকা এলে;
দোষ পড়ে কিনা লাগিয়েছে যে?
তবুও আমি লংকাগাছ ঐ বটে!
মানুষ লাগিয়েছে,মানুষের স্বার্থে!
তাই আমি লংকা ধরি গাছে গাছে!