দোলায় মন বাতাস বলে মন আকাশ
তোর মাঝে আছি আমি সেই মহাকাশ!
মানব সাড়ে তিন হাত কবরে তোর রাত
ঘুমন্ত তুই জানিস না স্বপ্নের স্বাদ?
আমার আমার কত দিন আবার
দু দিনের ঘর যে বালির সংসার!
জন্ম হয়েছে তোর মৃত্যু আরেক ভোর
কেন তোর হিংসা আত্মীয়দের উপর?
মাটিতে জন্ম পেলি মাটিতে মিশে গেলি
এ বিশাল রাজত্ব নিয়ে যেতে পারলি?
টাকা পয়সা সম্পদ এসব লোভের পথ
এখানে শান্তি নেই এ যে ভাঙা চাকার রথ!
জীবকে ভালোবাস ওরে পাবি রাজহাঁস
যে তোর গড়বে ঐ অমর ইতিহাস!
মাটিতে হাঁটতে পারে জলে সে ভাসতে পারে
তোকে নিয়ে আকাশে সে উড়তেও পারে!
ধর্ম নিয়ে খেলা বিজ্ঞান এক মেলা
তার মাঝে এক সেই দাঁড়িপাল্লা!
তোর বিশ্বাস যা আজ তার বিশ্বাস
সে ঘুরে আসে তুই সোজা পথে যাস!
আজ যার যুক্তি কাল তার ভক্তি
যে পথেই আসুক সেই এক শক্তি!
আজ যার অহংকার কাল তার হাহাকার
ধনী গরীবের মাঝে সেই ফকির সংসার!