অন্ধ সিস্টেম


আমার যদি ক্ষমতা থাকতো-
আমি কিছু কে বাদ দিয়ে!
সবাইকে সান্ত্বনা দিতে পারতাম
তখন হয়তো যন্ত্রণায় বুক ফেটে যেত না-
আমি যদি পারতাম!


পৃথিবী কে মুক্ত করে দিতাম
ডেমোক্রেসি আরও কত শত শাসনতন্ত্রের নামে
মানুষদের এভাবে বন্দী হতে হতো না!
আমি যদি পারতাম-
মুক্ত করে দিতাম পৃথিবীতে সীমানার গন্ডি হতে!


আজকের মত মানুষদের পালাতে হতো না
ঠিকানার খোঁজে?
মানুষকে দাঁড়াতে হতো না রেশনের লাইনে
মানুষের নামে হতো না রেশনের লুট!
দেশ সিস্টেমের হাতে সপে দিয়ে
বসে থাকতাম না নিশ্চিন্তে!


দেশ তো তখনো চলত বিনিময় প্রথা নিয়ে
গরুর বদলে ছাগল দিয়ে,
বাদি নকর বিক্রি হতো বাজারে-
আজও হয় নারী পাচার
কত শত মানুষ পাচার!


আমি মরে আছি প্রায়-
জীবিত মরা মানুষগুলোকে দেখে দেখে
প্রাণহীন প্রতিমা গুলোকে দেখে দেখে
যারা লকারে বন্দি করে রেখেছে
মানুষের স্বপ্নকে!
যাদের হাতে রক্ষিত হয়ে আছে
শেয়ার বাজারের চাবি!
শূন্যে হাত ছুড়ে তাদের কথাই ভাবি।


আমি যদি পারতাম
ট্রেনের বাক্সে বন্দি হয়ে মানুষকে পালাতে হতো না
পরযায়ী তকমা সেটে মৃত্যুর ভয়ে!
আগেও মানুষ পালাতো, আজও মানুষ পালায়
সভ্যতার নিরিখে ধরন পাল্টেছে
শুধু পাল্টায়নি অন্ধ সিস্টেম!


পিকলু চন্দ
27.06.2020
( কিছু বলতে বাদ দিয়েছি পলিটিক্যাল ক্লাস আর সিস্টেমের সাথে জড়িত যারা...... ক্লাস)