বন্দী করো আমারে


শত হতে পূর্ণ আর বুঝি মাত্র বাকি এক
নিশার স্বপনে আমি জেগে আছি বেশ!
আর ঘুমোতে দিয়ো না আমায়,
মুক্ত করো আমায় যত বাকি আছে ক্লেশ!


আমি মুক্ত বিহঙ্গের মত শুভ্র মেঘ খন্ডের-
রথচড়ে, বিচরিতে চাই কল্পনার শিখরে,
রুদ্ধ করি যত আছে সকল দ্বার নির্দ্বিধায়,
বন্দী করো আমারে নিরালায় কল্পনার অন্তঃপুরে।


আমি লুটাবো মুক্ত জাল সাগরের গহীনে,
উড়াবো ভাসানো ডিঙির পাল সৃজন সন্ধানে!
তুলিতে কাব্যের গহনা একে একে হরষে,
সৃজিতে মুক্তা খচিত রচনা যতনে।


কাব্য পিপাসু আমি ছিন্ন করি সকল বাঁধন
অকাতরে বিলাবো যত আছে সঞ্চিত ধন।
বঞ্চিত প্রাণের সঞ্চিত কিরণ আশার,
গুঞ্জরিত হতে মহামিলনের নতুন গান।


আমি ছন্নছাড়া বাঁধন হারা মুক্ত পথিক এক-
আমি অঙ্গীকার, অতৃপ্ত বাসনার উত্তরসূরী,
আমি নিয়তির দোসর, জীবনের কলতান,
আমি কল্পনার দাস, সুদূরের প্রহরী!


শত বুঝি আজ পূর্ণ হল আমার কবিতার,
পূর্ণ হতে যত আশা গোপনে, অতি সংগোপনে,
বিভাবরী আজ  জাগুক একা আলোর সন্ধানে,
বন্দী করো আমারে  নিরালায় কল্পনার অন্তঃপুরে।


পিকলু চন্দ
জিরানিয়া ত্রিপুরা ওয়েস্ট
তাং- ২ই আষাঢ় ১৪২৮