চেষ্টাতে জয়


একটু একটু করে ভাবছি
তোকে দেখেই কিছু শিখছি
স্বপ্ন বীণার তার ছুঁয়ে ভাবি
ভারী সুন্দর কল্পনা তোর ছবি।
উচ্ছাসে আজ ভাসতে বারণ
নেইতো নিছক বলতে কারণ।
লুকিয়ে রাখা তোর স্বপ্ন রাশি
অকারণেই সে উঠল ভাসি।
ধরতে তারে ছুটবি না ধেয়ে
নয়তো তোরেই যাবে সে লয়ে।
চাইলে তারে বুঝি যত্ন করে
মনের মাঝেই সে রত্ন ধরে।
হারিয়ে গিয়েও ফিরবে কাছে
তুই না গেলে ধরতে পাছে।
তাই স্বপ্ন রাশি তোরই হবে
চেষ্টাতে জয় তোর হবেই হবে।


পিকলু চন্দ
06.06.2020
শ্রাবণীর প্রতি লেখা কবিতা, পরীক্ষার ফল প্রাপ্তির পর।
(Cov-19 এর  বিরম্বনায়, অনেক যত্ন করে পরীক্ষা দিয়ে যখন কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি তখন শ্রাবণী দুঃখে মুহ্যমান। তাকে কেই বা সান্তনা দিতে পারে, যখন বাস্তব পরিস্থিতি কল্পনার বিপরীতে দাঁড়ায় , এটাই ওর জীবনে প্রথম। তাই বুঝি এত ব্যথা, সবেমাত্র বাস্তব শুরু ধীরে ধীরে সমস্ত মিথ্যাকে দেখে ঠিক একদিন দাঁড়িয়ে যাবে। যেভাবে কোন একদিন অংক দ্বিতীয় পেপারে শূন্য পেয়েছিলাম, আজ ও মেনে উঠতে পারিনি কিন্তু তাতে কি আসে যায়, খারাপ লেগেছিল কিন্তু আজ ঠিক দাঁড়িয়ে আছি। ও একদিন ঠিক শিখে যাবে)