দৃষ্টান্ত
আমি পাল্টে গিয়েছি অনেকটা,
বিবর্তনের হাত ধরে।
অন্ধকারের অজুহাতে আমার আর
রাতে লুকিয়ে থাকতে হয় না,
আমার অস্তিত্ব এখন আর
নিজের পূর্ব পরিচয় বহন করে না!


এক টাকার ফিস দিয়ে স্কুল শুরু
ওই এক টাকাই জীবনের পুঞ্জি।
আজ লক্ষ টাকার মাইনেতে ও
উদাস চেহারা!
হাজার ভিড়ের মাঝেও আমার
উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে,
সাদা পোশাকে দাগের মতন!


পিকলু চন্দ
জিরানিয়া, ত্রিপুরা
০২ ফাল্গুন।