পরযায়ী শ্রমিক


যাদের রক্তে সিঞ্চিত দেশের মান
তারা পরযায়ী শ্রমিক তারা মহান।
পেটে জ্বালা বুকে ব্যথা নিয়ে ছুটে তারা
নিজ ঘরে ভাঙ্গা টালি তবু খাটে তারা।
পেটে জ্বালা নিয়ে পিঠে বোঝা নিয়ে ছুটে
জীবনের বাজি রেখে  কাজে তারা জুটে।
তবু মনে তাদের কেউ রাখে না ঠিক
খেটে যায়, তারা যে পরযায়ী শ্রমিক।
স্বপ্ন তাদের রঙিন কাঁচ দিয়ে মোড়া
তারা পরযায়ী তাদের কপাল পোড়া।
স্বপ্নবিহীন ছুটে তারা ঠাই  অজানা
পরযায়ী তারা হারতে তাদের মানা।
বুকে আশা নিয়ে রমণীর হাত ধরে
চলে তারা, স্বপ্ন তাদে' থাকে একা ঘরে।
যদি ফিরে আসে গড়বে সুখের নীড়
কালচক্র ঘুরে, খুঁজে গন্তব্যের নীড়।
হয়তো বা কেউ ফিরে আসে বাঁচে সুখে
কারো স্বপ্ন এমনিতেই যায় চুকে।
কাঁদে তারা হাসে তারা বুকে স্বপ্ন নিয়ে
বাঁচে তারা আধপেটা বধু-ছেলে নিয়ে।
পরযায়ী তারা ভাসে জীবনের স্রোতে
দু-ধার ভাঙ্গে তবু (তারা) আশার বীজ পুতে।
অলীক স্বপ্ন বড়ই মধুর ভাবতে-
পরযায়ী, জীবন তাদের পান্তা ভাতে।
তারা গড়ে নীড় জীবনের বাজি রেখে
গগনচুম্বী অট্টালিকা চেয়ে দেখে।
জীবন তাদের গড্ডালিকা ভাগ্য দোষে
কাকেরা যেমন কোকিলের বাচ্চা পুষে।
নিজের বোঝা দেশের বোঝা নিয়ে ছুটে
তারা বোঝা, শেষে রাস্তায় এসে ওঠে।


পিকলু চন্দ
17.05.20