প্রাণ সখি


সখি তুমি পালাবে কোথায়
তোমার তরী ঘাটে বাঁধা আছে।
বৃথা করো কেন অজুহাত
দূরে নয় বলি  আসো কাছে!


কিসে বুঝি তব এত তাড়া
কেন থাকো সদা নিরালায়!
নিরব প্রান্তে ফিরে খোঁজ
আজ শ্রাবণ ঘন বরষায়।


আজ মিলন মালা পরাতে
মিলন কুঞ্জে' মৃদু আলোতে
রচিনু  সাধের ছোট্ট ভেলা
প্রাণ সখিরে প্রাণে দোলাতে।


পিকলু চন্দ
১৮.০৬.২০
জিরানীয়া,ত্রিপুরা