প্রেয়সি


ভালোবেসেছিনু কবে তোমাকে অজান্তে,
মনে নাহি পড়ে, তবু ভাবি তা জানতে।
নিরবে নিরালায় কি তারে দেখেছিনু,
গোপনে মনের কবে ভালবেসেছিনু।
তাই বুঝি তারে আজি খুজি বারে বারে,
স্বয়নে স্বপনে জাগি উঠি, বারে বারে।
ভাবি নাহি পাই কেন লাগে যে অচেনা,
এতকাল পরে কেন নাহি হল জানা!
চুপি চুপি কথা বলা, ভালোবাসা খেলা,
নিজেকে শুধানো কত সে দিবস বেলা।
ভুলেছিনু বারে বারে করেছি ছলনা,
খুঁজেছি তাহারে পেতে প্রেয়সী ললনা।
তারপরে কত কথা আজও অজানা,
সবকিছু পেয়ে তব স্বপনেরে বোনা।
তুমি যেন মনে হয় আজও অচেনা,
খুজি বারে বারে তারে মনে বাঁধে দানা!
এ যেনো কি ব্যথা শুধু বিরহ যাতনা,
নাহি হল আজিও কি জীবনেরে জানা!
জীবনের  মানে শুধু স্বপনেরে  বোনা,
এ যেনো সবই শুধু নিয়তির  হেলনা।
পুরাতন ভুলে গিয়ে নূতনেরে মানা,
গুনে গুনে তুলে রাখা গল্পের গহনা।


পিকলু চন্দ
১৬.০৮.২০১৯
করিমগঞ্জ, আসাম