স্বর্ণিম রাজকন্যা


আজ মন এত অস্থির কেন, যেন অচল হয়ে আছে-
তার ঘন কালো কেশ রাশি টেনে নিয়ে যায়,
আমার কামুক গ্রন্থি আর জেগে উঠে না!
খোলা বইয়ের পাতা এমনিতেই উড়ে।
এক অজানা ভয়ে শরীর নিস্তেজ হয়ে আসে,
চেনা বেদনার সুর বেজে উঠে হৃদস্পন্দনে!
যন্ত্রণার হলাহল ছড়িয়ে দিয়ে বুকে-
জানিনা কেন মনে পড়ে ,ট্রেনের বাঁশির -
সে বিষাক্ত আওয়াজ বুক ফালি করে
উধাও হয়েছিল সেদিন দূর অন্ধকারে!
আমার হৃদয়ের রক্ত নিংড়ে দিয়ে
দুর অনন্ত আকাশে নীলকন্ঠ হয়ে!!
এক মুহূর্ত যেন উৎকণ্ঠা চাপা দিয়ে
জেগে উঠেছিল সে, বিষাদের সমুদ্র জয় করে!
জ্বলন্ত অগ্নিকুন্ডে, জল ঢেলে।
যেনো কঙ্কালে আকীর্ণ কস্তুরী বেষ্টনী-
মুক্তির অপেক্ষায় বসে আছে জীবন্ত।
কি অপরূপ তোমায় লাগছিল সেদিন ট্রেনের জানালার পাশে!
কোন এক রূপকথার "স্বর্নিম রাজকন্যা"!


পিকলু চন্দ
১৭.০৫.২০২০
( কারো অনুরোধে জীবনের প্রথম গদ্য ছন্দে লেখা প্রথম কবিতা।)