এ শহরে আমি তুমি আমরা।
ব্যাস্ততার ভিড়ে...
কখনো, তুমি আমাকে ভোলোনা
কখনো, আমি তোমাকে মনেই করিনা।
কখনোবা তার উল্টো।
রাস্তায়, যানবাহন এর ভিড়ে ১ ঘন্টা নির্দ্বিধায় কেটে গেলেও, সময়ের স্রোতে হারানো জীবনে ধুলোর মতোই নিমিষে হারিয়ে যায় কিছু প্রিয় মানুষ।
একই ভাবে হয়তো ভাব হয়ে যায় কিছু নতুন মুখের সাথে।
তাদের সাথেই নতুন শুরু করে কেউ।
আবার কেউ ভুলে যায় ভালোবাসতে।
কারোবা ব্যস্ততার ভিড়ে অপেক্ষার জীবন।
কেউবা বাচতে হবে বলেই বাচে ।
কেউ মৃত্যুর আগে প্রিয় মানুষকে দেখার জন্য বাচে।
কেউবা মৃত্যুকে সাদরে গ্ৰহণ করার অপেক্ষায় থাকে।
মুদ্রার কথা হলো মৃত্যু কখন কাকে ডাকে।