ওই যে হোথায় গুরগাঁও তে
পুঁচকী বুড়ি থাকে --
যার নাকি প্রায় সিজিন চেঞ্জের
সর্দি সদাই নাকে ।


শুনছি নাকি পুঁচকী বুড়ি
যাচ্ছে এখন স্কুলে
হাতে নিয়ে জলের বোতল ;
গার্ডার বাঁধা চুলে ;
কাঁধের উপর বিদ্যে বোঝা
পাঁচকিলোটাক হবে
তার উপরে টিফিন আছে
মাঝখানে তো খাবে !!


মা-বাপ বলে মেয়ে তাদের
কিছুই খেতে চায় না
লেগেই আছে প্রতিদিনের
নিত্যি নতুন বায়না !
বকলে পরে রাগ করে না
মুখে সদাই হাসি
একটা কেবল ভোগায় তাকে
খুকখুকে এক কাশি !


দাঁতগুলি তার শশার বিচি
কুমুদ দন্তরুচি
কিঞ্চিদপি যদ্ বদসি
হাস্য পাবেন শুচি !!


বিল্লিবুড়ি ইস্কুলে যায়
কাঁপিয়ে পায়ের মাটি !
তিড়িং বিড়িং ছন্দটিতে
চলন পরিপাটি !!
চলন তো নয় নাচন যেন
স্থির থাকে ক'ঘন্টা !!
এই মনে হয় , যাই , ছুটে যাই
মানছে না আর মনটা ।
গিন্নী বলেন , আর তবে কি
যাও চলে গুরগাঁও
দুরন্ততে টিকিট কাটো ,
একদিনে পৌঁছাও ।।