বাই উঠেছে যাই দুবাই !
দুবাই তে তো ট্যাক্সো নাই !
রোজগার রোজ যায় বেড়ে
নেয় না কেড়ে সরকারে ,
নেই সেখানে সেই দেড়ে
মিত্রঁও ও -ব’লে হাঁক ছাড়ে !!


মূদ্রাকরণ করতে তাই
চলেই যাবো সেই দুবাই ।
কিনবো হোথায় রিয়েল্টি --
একটা দুটো ফ্ল্যাট কিনেছে
শুনছি সবাই সেলিব্রিটি !


দাদাগিরি মস্তানি
হয়তো আছে – কী জানি !!
সবাই থাকে মস্তিতে
মস্তিতে ও স্বস্তিতে
বস্তি টস্তি কোথাও নাই !
ভিখ্ মাঙার ও নাই বালাই !
ইন্ডিয়াতে যত্তো সব
সিন্ডিকেটের উপদ্রব
ভাল্লাগে না – যাচ্ছেতাই !!


বুর্জ খলিফায় ওই খানে
মনটা আমার খুব টানে ;
পচাশ শতক ভারতেয়
খাচ্ছে ক’রে – থাকছেও ।
গান বাজনা ইত্যাদি
চর্চা হোথায় করছে ও !!


তাই বলি ভাই , চল দুবাই !
একটু টাকা আর জমাই ,
একটু দাঁড়া একটু খাই ,
পাকাপাকি যাই দুবাই ।


হাতে কিছু পয়সা পাই
যাবই যাব সেই দুবাই !


হোথায় গেলে খুব খাবো
খেজুর করার লোক পাবো ,
বালির উপর দুপুর বেলায়
খেজুর তলায় রেস্ট নেবো ,
খুব গরমে দুক্ষু হলে
ফ্ল্যাটে এসে বসার হলে
একটু ব'সে ঠাণ্ডা হ'য়ে
ডুবতে পাবো বাথটাব ও !!


তাই তো বলি, শোনরে ভাই !
হাতে যদি পয়সা পাই
খাওয়ার কড়ি না থাক্ ছাই !
বুর্জ খলিফার উপর তলায়
ইচ্ছে আছে হাওয়াই খাই !!


তা ছাড়া --


ওহে মাদার ইন্ডিয়া ,
দাউদ মিঁয়ার ক্যায়া কিয়া ?
যেমন ছিল ইস্তকে
তেমন ই চুল মস্তকে
ছিঁড়তে কিছু পারছো কি ?


আরেক বিজয় মালিয়া --
সেই যে গেল পালিয়া !
পথ দেখালো নীরবে
মনে কি আর সব রবে ?
ললিতের আর সেই সানাই
বাজতে এখন শুনছো কি ?


সাধ যদি হয় গা-ঢাকার ,
ভাবতে পার - ‘ যাই ঢাকায় !
আমেরিকায় লন্ডনে !’
কিন্তু আমার হয় মনে
বেস্টটা হবে যাও দুবাই !


অনেক ভেবে রাত জেগে
ভালো কথা বলছি তাই
বোম্বে থেকে টিকিট কেটে
সাঁ করে আজ ভাগ্ দুবাই !!