সেবার যে বার হোল কোর্ট থেকে রায়
ফেশবুকে যারা লেখে কিছু যেন পায় !
কারা কারা লেখে নাম রাখলেন টুকে
লিখবে যে ফেশবুকে রবে গুডবুকে !!


সাত থেকে সাতাশির পাঠ তালিকায়
চিরকাল থেকে যাবে সুকুমার রায় ।
তাঁর ছেলে ছবি ক'রে পরিচিতি পায়।
নাম জানে সকলেই - সত্যজিৎ রায়।
' পথের পাঁচালী ' চলে সব সিনেমায় ।
পাঁচালীর কথা এলে আসে 'দাশু রায় ।
বিখ্যাত কত রায় --কহন না যায় !
রাম মোহনের কথা কেন বাদ যায় ।
স্বপ্নের ব্যবসায়ী শ্রী যামিনী রায়
মুখ থেকে চোখ বড় - মায়া কত তায় ।
নাটকে বা সঙ্গীতে ডি এল রায়
দীলিপ রায়ের গান সে কি ভোলা যায় ?


রাগ করি , বকি ঝকি করি না যাহাই
তেলটুকু রাখিবার শিশি কোথা পাই ।
বোঝে নাকো খুকুমনি তেল লাগে কাজে
বোঝেনাকো যে বা যারা বকে শুধু বাজে ।
কিছু পেতে হ'লে পায়ে তেল দিতে হয়
বুঝিতেন হয়তো বা অন্নদা রয় ।
দেশ ভাঙ,জিলা ভাঙ দোষ নয় বেশি
তেল খাটি সরষের -- ভেঙনাকো শিশি ।
কে বলেছে তোমাদের -- তেল শুধু খায় ?
পেট্রোল ডিজেলের কথা ভোলা যায় ?
কেরোসিন গ্যাসোলিন -- সব ভাই তেল।
তেল মারো , সব কিছু মিলিবে অঢেল !


কবিতার বই পড়ি , মনে এল তাই
দুই জন রায় কবি এ যুগেতে পাই ।
কবি এক ছিল রাগী - সে তূষার রায় ।
আরেক প্রাণের কবি - তারাপদ রায় ।
কত আর নাম লব , এইখানে থামি ।
পাঁচালীর ইতি হেথা সবারে প্রণমি ।


পুনশ্চ -
রায়দের কথা আজ উঠল যখন
আরেক রায়ের কথা শোনো দিয়া মন ।
জগত জুড়িয়া ছিল নাম ডাক তার ।
ডাক্তার তাঁর মত মেলা ছিল ভার ।
আজীবন আইবুড়ো - করেন নি বিয়ে
তবু তিনি বলিতেন , ' দুই ছেলে মেয়ে '
কল্যানী -মেয়ে আর সল্টলেক - ছেলে
বাংলাকে দিয়েছেন প্রান মন ঢেলে ।
সি এম অনেক এল এই বাংলায় ।
আসেনিকো একজনও - সে -বিধান রায় ।।


যাহা পায় তাহা খায় কত লোকে হায় !
কিছু লোকে লেখে আর কিছু লোকে খায় !