----------------------------------
তোমরা তো কত কিছু পোষ
কুকুর বেড়াল গরু মোষও !
তেমনি আবার সুখ পোষ , দুঃখ পোষ , রাগ পোষ মনে ;
ভেবে দেখ , হরিণ যেমন থাকে , বাঘও থাকে বনে !
আচ্ছা ! একটা বাক্যি বলি শোন -
ভালবাসা পুষেছ কখনো ?
একবার পুষে দেখো , খুব ভালো হবি !
কে বলেছে তোমাদের , হ'তে হবে কবি ?
কে বলেছে ভালবাসা ঘরে  পোষে কবিরা কেবল ?
ভালবাসা পোষাটা না- একেবারে সহজ সরল !
ভালবাসা কম খায় ,
ভালবাসা গান গায় ,
ভালবাসা কাঁদে , তবু হাসে  !
ভালবাসা সবচেয়ে বেশিদিন বাঁচে !
সহজে মরে না ! তুলনাটা খুব চলে শুধু কই মাছে !!
ভালবাসা কচ্ছপের মত , বড়ো ধীরে হাঁটে ।
ভালবাসা যারা পোষে , তাদের না - দিন ভালো কাটে !
ভালবাসা যেন বটগাছ  - এক ছায়াতরু !
কিন্তু  বড়ো একচোখা
সে কাণা - একটাই চোখ !
দেখেনা সে কে কোথায় মরেছে
মরুক !!