হয় না সাহস , বেড়িয়ে আসি
--গাঁটে ব্যথা !
হয় না সাহস গুজিয়া খাই
-- ডায়াবেটিস !
হয় না সাহস মুর্গী মাটন
-- ধর্মে বারণ !
বন্ধু বলেন ,' খাস্ না ওসব
কি ভেবেছিস্ ?


ও সব কি আর এখন চলে
এই বয়েসে ?
এমনিতে তোর হয় না হজম
ভুগবি গ্যাসে !


হুইস্কিতে করিস্ উইস্
জন্মদিনে ?
তার চে' বরং বিষ যদি পাস্
ভেজাল ছাড়া -
সেইটে বরং পয়সা দিয়ে
খাস্ না কিনে !!


মাংস মাছে কোলেস্টরেল !
চা ও খেলে কিডনি খারাপ !
গুট্খা , বিড়ি ,চুল্লু চরস্
বলিস্ কি সব
-- বাপ ওরে - বাপ্ !!


ফলমূল বা আনাজ-পাতি ?
সেখানেও যন্ত্রপাতি !!
হরমোনের ই সূঁচ ফুটিয়ে
এক দুদিনে বিশাল অতি !


কলের জলেই বোতল ভরে ;
বিসলেরি ও কিনলে পরে !!
মিস্টি খাবি ? নাল পড়ে যায় ?
হোক্ যত না, সুগার ফ্রি-এ ।
জানিস কি তুই ওই যে ছানা
বানায় ওসব কিসব দিয়ে ?


মাংসে আছে ভয় ভাগাড়ের ।
মশলা-পাতি কাঠের গুঁড়ো !
গিন্নী বলেন ,' কী যে রাঁধি ?
অমন দেশের মুখে নুড়ো !! '


প্যাকিং করা সরষে তেলে
পা ফুলে যায় ওসব খেলে !
খাবিটা কি বল্ তো আমায় ?
বাঁচবি কি আর বাতাস খেয়ে ?
সেখানেও শুদ্ধ কোথায় ?
শুদ্ধ বাতাস কোথায় পাবি ?
খাবিটা কি ? হাওয়াই নাকি ?
খা না 'খাবি' ! ওটাই বাকি !


সব চে' ভালো , চোলাই খেলে !
ওদের মত মরতে পেলে !
লাখ দু-একের ভর্তুকি পায়
বর্তে তো যায় বৌ ও ছেলে ।।