ম্যাডক্স স্কোয়ারে মা- মাসিমারা
সিঁদুর খেলার আগে
উমা মা'র কানে কানে নাকি বলেছিল
'আবার আসিস্ ফিরে - আসছে বছর ।
তুরঙ্গমে নয় ;
এতে নাকি ছত্রভঙ্গ হয় ।
পাঠাব যা হোক করে জামাই-এর ঘরে-
লক্ষীর ভাঁড় ভেঙে --
না হয় খরচা হবে -তবুও বিমানে ।'
আজকাল ট্রেনে ট্রাকে বড় শুনি দুর্ঘটনা হয় ।
ছেলেপুলে নিয়ে একা মেয়ে যাবি
অত দূরে -- সে কোথা কৈলাশে ।
পথে ঘাটে বিপদ মুখিয়ে থাকে ।
অসুরের কমতি তো নাই !
সে না হয় -হোলো ' তবুও আসিস্ ।
' নীলকন্ঠ পাখিটিকে আগে ভাগে বলে পাঠিয়েছি ।
জামাতাকে জানি -- একে বারে যা তা !
নেশার ঘোরেতে থাকে
ঘর দোর অগোছালো রাখে । '
গত বছরের কথা মনে নেই ?
সেবারেও
পাঁচ কান হয়ে গিয়েছিল মা-মাসিমারা
কানে মা'র যা যা বলেছিল ।
এবিপির সাংবাদিক ঠিক ই শুনেছিল ।
মনে নাই ?
কার্যতঃ হোলোও তাই ।
অমৃতশহরে অমৃতসরের
দুটো রেলগাড়ি দুই দিক থেকে এসে
পিসে মেরে দিল ষাটের উপর
ছত্রভঙ্গ ভীত ভক্তজনে
যদ্যপি তখন
উহারা দেখিতেছিল তোর ই ভরোসায়
দসেরায় রাবণ নিধন ।
মা রে !! দুর্গা তুই !!
- তবু তোর ভক্তদের এ হেন দুর্গতি ?
এটা তোর কেমন দুর্মতি !!
এবারেও এলি তুরঙ্গমে , যাচ্ছো ও তাতে !
দেখিস্ এবারে যেন তেমনটা কিছুই না হয় !
যাস্ সাবধানে , গনেশ কার্তিক আছে সাথে !
আচ্ছা ! আবার আসিস্ ভবে ,
আজ আয় বাছা তবে !
দুর্গা দুর্গা !!