জানতে হলে রবীন্দ্রনাথ  
সুভাষ বসু ছিলেন কে
জানেন ভালো পি এম সাহেব
পুছতে পারেন সির্ফ তাঁকে !!
কেই বা ছিলেন মাতঙ্গিনী
বিনয়-বাদল-দীনেশরা ,
খুদিরাম যে শহীদ ছিলেন
জানিয়ে গেলেন অমিত শা ।
নিন্দুকেরা সিন্ধু বানায়
স্লিপ অফ টাঙের বিন্দুকে ।
রবীন্দ্রজী থাকবে কেবল
বাঙ্গালীদের সিন্দুকে ?
একটু নাহয় ভুল বলেছি
কোটকরা-লাইন নয় খাঁটি ।
সব তো বঝেন !! ভোটের সময়
বলবো কি আর গুজরাটী ?
তাই বলে কি ,  ঐ যে উনি
বেরামপুরের চৌধুরী
দাড়ি বাড়ার দিলেন খোঁটা !
আমি কি ওর খাই-পরি ?
আমি যদি বাড়াই দাড়ি
বলুন তাতে কার বা কি ?
বঙ্গভোটার খুশ্ যদি হয়
ঠাকুর সেজেই নয় থাকি !!
( এ ভি  জানে বাঙ্গালী লোগ -
  হাম দোনোকা নামেতে যোগ
বিবেক  আনন্দ্  নরেন্দ্র থে
হাম্ ভি  নরেন্দর মোদী !! )