আসুন একটু সিরিয়াসলি হাসা যাক্ !!
-------------------------------------
বাংলায়
একটা কথা প্রায়ই  শুনিবারে পাই ,
' চোরেতে চোরেতে নাকি মাসতুতো ভাই !'
অথচ দেখায় যেন
আদা আর কাঁচকলা বাইরে সবাই !
কিন্তু ,
ভিতরে ভিতরে চলে ভাগ বাঁটোয়ারা !
পেয়েছেন কোনোদিন টের আপনারা ?
ঘরে ঘরে ঘোরে চোর চিনিতে না পার
চেনাবার তরে তাই পোষে সরকারও
মোটা মোটা মাহিনায় মোটা সি বি আই !
চোরেদের দোরে দোরে ঘোরে  তারা তাই !!
চা খায় , ঘুস খায় ,  তবু কড়াকড়ি !
পান খেতে দান দাও ফেল কিছু কড়ি
মাখিতে হইলে তেল  কিংবা পাইতে বেল
টেবেলের তলে চলে কিছু লেখাপড়ি !
নইলে
দুইহাতে হাতকড়া কোমরেতে দড়ি !
এক চোর বেদম ভয় পেয়ে গেল  ।
সে আরেক চোরকে জিগেস করল ,
" কী করার আছে NOW , বোলো মোটাভাই !
কা করুঁ ? তেরা পাশ কুছ্ আছে দাবাই ?"
ফোনে শুনে দুসরাটি বলে ," ছোটা ভাই !
ব্যাঠ্ রহো চুপচাপ কুছু ডর নাই !
   ও লোগ যো রোটি  খায় - খাই হামলোগ !
তলে তলে হামাদেরো  হ্যায় কুছু যোগ !
তাই বলি ছোটা ভাই, কুনো ভয় নাই !
সিবিআই কাহারো তো মাসতুতো ভাই !!