নোট নাই , পেট খালি এটিএম মেশিনে
খিচুড়ি পাকিয়ে গেছে আর বি'র* কিচেনে ।
কালি নাই , নাকি তাই ,নোট ছাপা বন্ধ !
চেষ্টা তো চলছেই ! তোমরা কি অন্ধ ?
পি এম বাড়িতে নাই ; তিনি নাউ অন ট্যুর !
আশেপাশে রয়েছেন , যাননিকো বেশি দূর ।
আমেরিকা লন্ডন কিংবা সে জাপানে
এইতো একটু আগে --গেলেন তো দোকানে !
জেটলিজী চিন্তায় , জনগন খাবে কি !
পাঁচশো হাজার নোট যাহা ছিল সাবেকি
বেশিটাই সরিয়েছে ,নিয়ে গেছে নীরবে !
তাই যদি দিয়ে দিই , টাঁকশালে কি রবে ?
খাওয়া নাই দাওয়া নাই ! ঐ এক চিন্তা ।
হাতে আছে যতটুকু, দিচ্ছি যা নিন্ তা !
টাকা টাকা করছেন ! কাজ নাই হাতে কি ?
রুগী মরে , বিয়ে ঘরে লেগেছে তো তাতে কি !!
ছোটো খাটো হাট বাট , জানি চাই নগদ ই !
কি করে বা সামলাই আমরাই এ গদি !!
গত সেই ক্রাইসিস - এখনো কাটে নি রেশ !
কেসটা ট্যাকেল করা সোজা অত নয় বেশ !
জনগন মনকে তো খুশিবার চেষ্টায়
ম্যানেজ করিতে হয় আমাদেরি শেষটায় !!
ভাবছি এবার বুঝি ভোট নাই ভাগ্যে
হচ্ছে টা যা হবার -- !! যাক্ গে ,যাক্ গে !!


* RB মানে রিজার্ভ ব্যাঙ্ক