যা বেবী ! তুই হাতে নে ' সু ' !
রাস্তাতে তো ভীষণ কাদা !
জিনিস-পত্র গুছিয়ে নে ঠিক !!
বাক্সো-প্যাঁটরা দেখ্ছি বাঁধা !!
নীলকন্ঠ আগেই গেছে
খবর গেছে পৌঁছে এখন ;
হয়তো তবু দেখবি গিয়ে --
ঘর গুছোনোর পাত্র সে নন্ !!
তুই বলেছিস , আগের থেকেই
বাজার যেন করা ই থাকে !
রান্নাঘরে ঢুকেই যেন
পড়তে না হয় ফের বিপাকে !
এ ক'টা দিন মায়ের ঘরে
আদর খেলি, কাটলো ভালো;
বৃষ্টিটা যা দু-দিন ধ'রে
আনন্দটা সব ডোবালো !!
ওরা আবার ছাড়ছিল না
বলছে , " থেকে যা রোববার !
'মহরমের' মিছিল দেখে
করবি না হয় যা করবার !''
আকাশ বলে , " আমার কাছে
বিচারেতে দুই ই সমান !
পুজো যদি বৃষ্টি ভেজে
মহরমে শুকনো কি চান ?"
এখন দেখিস্ বিচার ক'রে
করবি কি তা , কবে যাবি ।
সোমবারে নয় সকাল সকাল
কৈলাশেতে রওনা দিবি !!