"তেল ঘি পেলে লেকের জলে মাছ উঠবেই ভেসে !
এটা কী আর নতুন কথা ? "-- মেয়র বলেন হেসে ।
" কাছিম পাঁকাল থাকার কথা জলের নিচে -- কাদায় !
উপর দিকে ভাসতে এলে (বলুন তো,) আমার কিসের দায় ? "
' লেকের জলে মাছ মরেছে ' --অন্য কারণ অন্তে !
তেল ঘি যে শুদ্ধ ছিল (--সেটা ,) জেনেছি তদন্তে !!
( দেখুন ,) লেকের জলে ' ছট ' না হলে আঘাত পেতো ধর্ম !
সবাইকে তো দেখতে হবে --সেইটে মোদের কর্ম !
গরমেন্ট তো সবার রে ভাই ! একটা আছে normও !
যতই বলুন , বিহারীদের নেইকো চোখে চর্ম !!
একটু নাহয় বাজলো ডিজে , ফাটলো নাহয় পটকা,
বনের পাখির কী আর এমন লাগলো এতে ঝটকা ?
কোর্ট বলেছে , দূষণ হবে চললে পুজো ছট !!
( তাই) ফুলের মালা , তেল ঘি ঢালা স্ট্রিক্টলি এলাউ নট্ !!
" লেকের তালা ভাঙল বলে ওদের উপর রাগ করি ,
একটু না হয় দুষ্টু ওরা , মলতে কি কান তাই পারি ?


তাই বলে কি উড়িয়ে দেবো ধর্মীয় বিশ্বাস ?
নাই করলেন প্রাতঃভ্রমণ( একদিন ) নাই বা নিলেন শ্বাস !!
সি এম বলেন ," বঙ্গে হেথায় যার যেমনই ইচ্ছা
হোক্ না কেন অসমবাসী ,বিহার বা উড়িষ্যা
এলাউ সবাই ! পটকা ফাটাক্, কিংবা বাজাক্ ডিজে ,
পর্দা কানের ফাটলে গুঁজুন কানে আঙুল নিজের !
তাই বলে ভাই, জিদ ধোরো না !( জানো তো) পুজোয় নিষেধ মাইক !
কালিপুজোয় পটকা নিষেধ , ধরবে পুলিশ, পাইক ।
ওরা হোলো প্রতিবেশী , ভোটব্যাঙ্কে ভারী !!
ওদের for-এ না বলে কি থাকতে আমি পারি ?