(ফোর্বস ম্যাগাজিনের বিচারে ভারতে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ স্থানে মুকেশ আম্বানি। তাঁর সম্পত্তির পরিমাণ ৫১.৪ বিলিয়ন ডলার। দেশে আর্থিক মন্দা সত্ত্বেও পৃথিবীর ধনী ব্যক্তিদের তালিকায় ১৫ নম্বরে । তারপরে ও অনেক আছে বিলিয়নিয়ার ।)


সম্পত্তি ক' বিলিয়ন থাকলো বা কার , আমার কি ?
ওদের মতন থাকলে অমন পান্তা ভাতে খেতাম ঘি !!
মা লক্ষী একটু তো নয় , অনেকখানি ট্যারাই সে !!
কোজাগরী পুন্নিমেতে কেনই বা কে জাগতিসে
লক্ষী কি আর লক্ষ্য রাখে হাঁড়ি কাদের চড়েই নি ?
দুরের কথা পায়েস লুচি ! শুখনো খই ও জোটেই নি ।
কাদের ঘরে ক'দিন ধরে নেভা উনুন--- খবর নয় !
ন্যাসপাতি বা আপেল কলার দাম বাড়লে দুঃখ হয় !!


বলছে শুনি খবর কাগজ ,ধনীর সেরা আম্বানী ।
কক্ষনো তো লক্ষ্মীপূজা করছে বলে শুনি ই নি !!
আসলেতে তোমরা মাগো 'তেলা মাথায় তেল দেওয়া ' ।
মরছি কেঁদে আমরা খিদেয় ,( আর তুমি ) খাচ্ছো বসে ক্ষীর মেওয়া ।
এর চে' ভালো গুজরাটে ওই সিদ্ধিদাতা গনেশজী !!
দেখবো এবার বম্বে গিয়ে , চাইছি যা , তাই পাই না কি !!


যোগানটা দ্যান চিন্তামণি নিত্য যারা খান চিনি !
আমরা যারা খিদেয় মরি, তাদের বেলায় কই তিনি ?


তোমার পায়ে ধরলে কিছু পাবোইনাকো ধরেই নিই !
এবারে তাই লক্ষীপুজো খরচ করে করি ই নি !!