বললো বহিন্ --‘ দলে নিবি ?’
ভাই বললো , ‘ আয় না।
জানিস তো ,কাক কক্ষনো ও
মাংস কাকের খায় না !
বোন বললো , ‘ কিন্তু আমার
চাকরি-বাকরি নাই ।
তার উপরে , সিজ করেছে
তোদের সি বি আই !
ভাই বললো , ‘ ছাড়না ওদের
ও সব হাতের ময়লা
চাইলে আবার পাইয়ে দেবো
বালি-খাদান- কয়লা !
রাজ্য দেবো জঙ্গলের ই
মহল বানাবি ;
ব’সে ব’সে তিন পুরুষে
খা না কত খাবি !
তুই এলে তো বর্তে যাবো
হাঁড়ির খবর পাব
ওদের বাড়ির , যা সব জানিস্
তাই ভাঙিয়ে খাবো।
সে বার , এলো ঐ ছেলেটা
দলটা ওদের ছেড়ে
ওই অজগর আসছে আসুক
আমটা খা না পেড়ে ।
মোদের গাছে মুকুল এখন
গাছ পড়েছে নুয়ে !
গঙ্গা জলে তুলসীপাতা
আমরা তো নিই ধুয়ে !
ইচ্ছে খালি বলিস্ টা তুই
কোথায় দাঁড়াবি !
খুন-খারাবি দলের হ’লে
কাদের থামাবি ।
আবার যদি সুযোগটা পাস্
নোট বাতিলের খেল !
কে বলেছে লাভ কিছু নাই
পাকলে কাকের বেল ?
সমুদ্রে ও ঢেউ গুনে খায়
এলেম টা যার থাকে
ভালোই জানিস্ ,তুই তো নিজেই
বোঝাবো আর কাকে ?
বহিন বলে , পেছনে যে
লাগছে আবার দিদি
সি আইডিকে থামিয়ে দিতে
দেখ্ না পারিস্ যদি ।
একবার জল পেরুতে দে
ডাঙায় উঠে পালাই
স্যাঙ্গাৎ ছিল যখন জলে
এখন কুমির -- ' শালা ' ই !!
-- তুই ও ঘসিস্ ,মুই ও ঘসি
আমরা বহিন ভাই --
ঘসে' ঘসে আয় না দেশে
আগ্ জ্বা্লায়ে যাই ।